চান্দিনা
মাইজখারের ৩ নং ওয়ার্ড মেম্বারের সন্তান অসুস্থ সবাইর কাছে দোয়া চান।

মাইজখারের ৩ নং ওয়ার্ড মেম্বারের সন্তান অসুস্থ সবাইর কাছে দোয়া চান।
(মোহাম্মদ আমির হোসেন এর ফেইসবুক আইডি থেকে সংগ্রহীত)
তোমার দেয়ালে লেখা থাকবে জালাল মেম্বারের নাম
জালাল মেম্বার বিদ্রোহী আওয়ামীলীগার হিসেবে পরিচিত,সে চান্দিনা উপজেলা মৎসজীবি লীগের সাধারন সম্পাদক, সে মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তরুন যুবক একজন মেম্বার, সে বৃদ্ধ মানুষের ভালোবাসা পায় আর সময় বয়সীদের সঙ্গে যুগের তালমিলায়,ছোটদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও প্রিয় মানুষ, তবু্ও সে বিদ্রোহী,সে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তেজি জেদি,সে গুটি বাজদের একদম পছন্দ করে না,সে মনের ভিতর খুব নরম একটা মানুষ, সে মেঘলা চোখে,আপনাকে আলোর ঝলকানি দেবে,তার ওয়ার্ডে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ব ভাতা,ইত্যাদি আরো অনেক ভাতা দিয়েছেন,এমন প্রায় ৫০০ শত পরিবার কৃতজ্ঞতা স্বীকার করে,মহামারী ছাড়াও সে সবসময় জনগণের পাশে চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় সব সমস্যার সমাধান দিয়ে থাকে,গত ৮/৬/২০২০ইং তার জমজ মেয়ে সন্তান পৃথিবীতে আসে,খুব দুঃখের বিষয়, একটি সন্তান জন্মের পরই মারা যায়,সে সবার কাছে দোয়া চেয়েছে, যে বাচ্চাটি বেচে আছে একমাত্র শিশু বাচ্চাটি যেনো সুস্থ ভাবে বেচে উঠে,সবাই দোয়া করবেন, আমি জানি সবার মনের দেয়ালে
লেখা আছে জালাল মেম্বারের নাম,