জাতীয়ফিচারলাইফস্টাইল

অভিনয়টা আত্মার সঙ্গে মিশে গেছে……শেলী

অভিনয়টা আত্মার সঙ্গে মিশে গেছে……শেলী

 

ছোট পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেল ও অভিনেত্রী ‘শিমু খানম শেলী’। দেশের একটি বেসরকারি হসপিটালে চাকুরীরত ছিলেন শেলী, একজন পরিচালক ওই হসপিটালে শুটিং করতে গিয়ে আবিস্কার করেন এই মডেল ও অভিনেত্রীকে। গতকাল এফডিসিতে ম্যাজিশিয়ান সুমন রাজার একটি ম্যাজিকের অনুষ্ঠানে পরী চরিত্রে অভিনয় করেন শেলী, শুটিংয়ের ফাঁকে তার কাজ সম্পর্কে বিস্তারিত কথা হলো বৃত্তবাংলার বিনোদন প্রতিবেদকের সাথে।

 

 

বৃত্তবাংলাঃ কেমন আছেন?

শেলীঃ জি, ভালো।

বৃত্তবাংলাঃ আজকে যে শুটিং করছেন এই কাজটি কবে দর্শক দেখতে পাবে?

শেলীঃ এটি আগামী ঈদে একটি বেসরকারী টিভি চ্যানেলে অন এয়ার হবে।

বৃত্তবাংলাঃ বর্তমানে আর কি কাজ করছেন?

শেলীঃ ঈদের একক নাটকের সিডিউল দেওয়া আছে আরো ৪টি, এর মধ্যে পরিচালক ওমর শিবলীর ‘তোমার অপেক্ষায়’ নাটকের কাজ কাল থেকে শুরু হচ্ছে, এর আগে ঈদের ৩টি নাটকের কাজ শেষ হয়েছে- এর মধ্যে শাহরীয়ার সুমনের ‘বংশগত চোর’ উল্লেখযোগ্য। এছাড়া আমার নিয়মিত কাজ যাচ্ছে পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল ভাইয়ার ‘ছায়াবিবি’। এর আগে পরিচালক ইরানী বিশ্বাস আপুর টেলিফিল্ম ‘ভৈরব’তে এ কাজ করেছি। আর এই ঈদে সাত পর্বের দুটি নাটকে কাজ করছি, একটি কোলকাতায় শুটিং করে আসলাম এ এইচ শিমুলের ‘এপার ওপার এবং আমরা’।

বৃত্তবাংলাঃ আপনার এই পেশাতে আসার শুরুটা কিভাবে?

শেলীঃ আমি আসলে একটি হসপিটালে চাকুরী করতাম সেখানে একদিন একটি নাটকের শুটিং হচ্ছিলো, সেখান থেকে আমাকে ওই নাটকের পরিচালক মেহেদী হাসান জনি আমাকে একটি নাটকে কাজ করার আহবান জানান। এর পর থেকে কাজ করছি নাটক, টিভিসি, টেলিফিল্ম, মিউজিক ভিডিওতে, শর্টফিল্মে এবং একটি সিনেমাতেও কাজ করার কথা চলছে।

বৃত্তবাংলাঃ এখন কি এই পেশাতেই নিয়মিত থাকবেন?

শেলীঃ মেহেদী হাসান জনি ভাইয়ার প্রথম কাজটা করার পর থেকে যেভাবে সাড়া পাচ্ছি আর জবের দিকে ফিরে যাওয়ার ইচ্ছে কাজ করছে না, আর তাছাড়া এই অভিনয়টা এখন আত্মার সাথে মিশে গেছে।

বৃত্তবাংলাঃ ভবিষ্যত পরিকল্পনা কি?

শেলীঃ আমার আসলে এখন শেখার সময় আমি আমার নিয়মিত কাজগুলো থেকে আমি প্রতিনিয়ত শিখে যাচ্ছি যেহেতু আমার অভিনয়ে কোনো থিয়েটার মেধা ছিলো না তাই আগে ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করে তারপর এই পেশাতে ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চাই।

বৃত্তবাংলাঃ আপনাকে ধন্যবাদ।

শেলীঃ আপনাকেও ধন্যবাদ।

 

কপিরাইটঃ বৃত্তবাংলা নিউজ

 

Close