চান্দিনা
চান্দিনায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

চান্দিনায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা, পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী’র সভাপতিত্বে আলোচনা সভা হয়।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী।
পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল কমিশনার, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন ভূইয়া, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এ্যাডভোকেট নূরুদ্দিন মিয়াজী বুলবুল, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, পৌর তাঁতীলীগ সভাপতি মো. মাহাবুব আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী।





