জাতীয়
চান্দিনায় মাদকদ্রোব্যর অপব্যবহার অবৈধ পাচারবিরোধী অান্তর্জাতিক দিবস র্যালিও অালোচনা সভা

চান্দিনায় মাদকদ্রোব্যর অপব্যবহার অবৈধ পাচারবিরোধী অান্তর্জাতিক দিবস র্যালিও অালোচনা সভা
” সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার “এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার চান্দিনায় মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌর সভার মেয়র মো মফিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ আবুল ফয়সল, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন মাস্টার, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো জসিম উদ্দিন, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইমাম হোসেন সরকার, এতবারপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ অাবু।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অাবার পুনরায় উপজেলা এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্বদেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, কর্মচারী, চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, সাংবাদিক, এ সময় উপস্থিত ছিলেন।





