জাতীয়
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করছেন শেখ হাসিনা’

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করছেন শেখ হাসিনা’
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা অসমাপ্ত কাজ শেষ করছেন বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ।ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। সোমবার দুপুর ১২টায় ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় টেলি কনফারেন্সে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন প্রবীণ এ রাজনীতিক।তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর পাশে থেকে রাজনীতি শিখেছেন শেখ হাসিনা। তিনি চারবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্টিত হন। প্রিয় নেত্রী জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার জন্য পদ্মা সেতু নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ অনেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। তিনিই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। শিগগিরই এ ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের পতাকা তার হাতে তুলে দিতে পেরেছি বলেই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।’এ সময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম প্রমুখ।