জাতীয়

বিল বকেয়া, সম্প্রচার বন্ধ এসএটিভি ও চ্যানেল নাইনের

বিল বকেয়া, সম্প্রচার বন্ধ এসএটিভি ও চ্যানেল নাইনের

স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজ দুপুর দেড়টার মধ্যে এসএটিভি চালু হবে। আর আগামী রোববার চ্যানেল নাইন পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২১ মে) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদেরও পদ্ধতি আছে। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে এ দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুই টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হয়ত আধা ঘণ্টা-এক ঘণ্টার মধ্যে এসএ টিভি চালু হয়ে যাবে। রোববারে চ্যানেল নাইন চালু হতে পারে।

কত টাকা বকেয়া আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না। খুব অল্প পরিমাণ টাকা বকেয়া ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এসএটিভির একজন প্রতিবেদক জানান, ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। গতকাল রাত থেকে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই চালু হবে।

তিনি জানান, শুধু এসএটিভি নয়, রাতে আরও কয়েকটি টেলিভিশনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অনেকে রাতেই বিল পরিশোধ করেছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker