অপরাধ

কিশোর গ্যাং এ-র উৎপাত ভয়ংকর রুপ ধারন করেছে

অভিভাবকদের উদাসীনতা ও পাড়ার পঞ্চায়েত কমিটির নির্লিপ্ততায় ফেনী শহরের পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং এ-র উৎপাত ভয়ংকর রুপ ধারন করেছে

মোস‌লেহ উ‌দ্দিন:করোনাকালীন নানামুখী চাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল নজরদারির সুযোগে দেশজুড়ে আবার সক্রিয় হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’। উদ্ভট সব নামে এলাকাভিত্তিক নতুন নতুন সন্ত্রাসী বাহিনী গড়ে তুলছে তারা। এরই মধ্যে এদের সংশ্লিষ্টতায় সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ভয়াবহ ও বেপরোয়া রূপ নিয়েছে। পাড়া-মহল্লা-বস্তির ছিঁচকে সন্ত্রাসী থেকে শুরু করে ধনাঢ্য পরিবারের ধনীর দুলাল, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এসব বাহিনীতে জড়িয়ে পড়ছে। তাদের হাতে হাতে এখন দেশি অস্ত্রের ছড়াছড়ি; রয়েছে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রও।

 

কিশোর অপরাধীদের বেশিরভাগই মাদকসেবী। ‘হামসে বাড়া কন হে’- এ হিরোইজম ভাব দেখাতে গিয়ে তুচ্ছ ঘটনায় যখন তখন অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলে পড়ছে প্রতিপক্ষের ওপর। এ ছাড়া ছিনতাই, চাঁদাবাজি, মাদক বিক্রি, ইভটিজিং, অপহরণ, ধর্ষণসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তারা। রাত বাড়লেই অভিজাত এলাকায় শুরু হয় এদের একাংশের ডিসকো পোলার মোটর ও কার রেসিং। মুঠোফোনের সহজলভ্যতা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে তারা ব্যবহার করছে অস্ত্র হিসেবে। তথ্য ও ছবি আদান-প্রদানের পাশাপাশি পরস্পরকে হামলার নির্দেশ দিচ্ছে অনলাইনে। নিজেদের শক্তি দেখাতে খুন পর্যন্ত করতে দ্বিধা করছে না ভয়ঙ্কর এই অপরাধীরা

‌লেখক: ব্যাংকার

Close