চান্দিনা

চান্দিনার হারং ভলেন্টিয়ারদের কে ১০০ টি শার্ট প্রদান করেন হাজি মোঃ শামীম হোসেন।

চান্দিনার হারং ভলেন্টিয়ারদের কে ১০০ টি শার্ট প্রদান করেন হাজি মোঃ শামীম হোসেন।

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সুলতান আহমদ। 

কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার   হারং গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক,সৎ নিষ্ঠাবান  গরীব ও মেহনতি মানুষের সমস্যায় যাকে সর্বদা পাওয়া যায়, জনবান্ধব ব্যাক্তিত্ব,যুব সমাজের আইকন,জনাব হাজি মোঃ শামিম হোসেন প্রিয় হারং এর ভলনটিয়ারদের  ১০০ পিচ শার্ট প্রদান করেন।

প্রিয় হারং ভলেন্টিয়ার সদস্যরা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হারং গ্রামের কৃতি সন্তান সবার প্রিয়  হাজি মোঃ শামীম হোসেন এর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তারা আস্থার সাথে বলেন জনাব হাজি মোঃ শামীম হোসেন  সামনের দিনগুলোতে  আরো বিস্তৃত পরিসরে দেশ ও মানুষের কল্যানে নিয়োজিত থাকবেন,

হারং ভলেন্টিয়ারদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক জনাব হাজি মোঃ শামীম হোসেন এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

হারং ভলেন্টিয়াররা বলেন সামনের দিনগুলোতে বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান গরীবের শেষ আশ্রয়স্থল জনাব হাজি মোঃ শামীম হোসেন এর প্রতি সর্বদা দোয়া ও সমর্থন থাকবে।

Close