কুমিল্লা সদর

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ৭,

প্রতিনিধি: কুমিল্লা নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে নগরীর ঠাকুরপাড়া শ্বশানঘাট এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে এসব ডাকাতদের গ্রেফতার করে।

 

 

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ঠাকুরপাড়া শ্বশানঘাটস্থ রাস্তার উত্তর পার্শ্বে বাউন্ডারির ভিতরে ১৪/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

 

 

গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই মো: শহিদুল ইসলাম পিপিএম এর নেতেৃত্বে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭ জনকে দশীয় অস্ত্রসহ আটক করা হয়।

 

 

 

আটককৃতরা হচ্ছে, মো: রফিক (২৯), মো: তাজুল ইসলাম সুজন (২৩) মো: তোফাজ্জল (২৩), মো: মাজহারুল ইসলাম হৃদয় (২৭), সুজন চন্দ্র দে (২২), মেহেদী হাসান মাছুম (২০) এবং অনিক মজুমদার (১৯)।

 

 

 

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২টি ছোরা, ২টি রামদা ও ২টি রড।

 

 

 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, আটককৃত ৭ জনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এ ঘটনায় ডিবির এসআই মো: শহিদুল ইসলাম পিপিএম বাদী কোতোয়ালি মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেছেন।

 

সুত্র,টাইমসঅফকুুুমিল্লা

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker