জাতীয়
চান্দিনায় ভোটগ্রহনকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত

চান্দিনায় ভোটগ্রহনকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত
মোঃ হোসাইন আহমেদ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তা প্রিজাইডিং,সহকারি প্রিজাইডিং, পোলিং কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়। ১৯ থেকে ২০ ডিসেম্বর চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে সকাল ৯টা থেকে শুরু হয়। চান্দিনা উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহন করে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চান্দিনা উপজেলার শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন। দাউদকান্দি উপজেলার শিক্ষা অফিসার জামাল হোসেন।উপজেলা মাধ্যমিক অফিসার গাউছুল আজম। উপজেলা কৃষি অফিসার এহতেশাম রসুলে হায়দার। দাউদকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা টিপু সুলতান।হোমনা উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহিদুল হোসেন।ডাটা এন্ট্রি অপারেটর মাজহারুল ইসলাম প্রমুখ। উক্ত প্রশিক্ষণে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠানে কর্মকর্তাগন তাদের প্রজাতন্ত্রের পেশাগত দায়িত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা প্রদান করা তাদের উপর বহুলাংশে নির্ভরশীল বলে মনে করা হয়।





