জেলার খবর

চাঁদপুর কচুয়ার প্রকৌশলীকে মারধর, উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মামলা

চাঁদপুর কচুয়ার প্রকৌশলীকে মারধর, উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মামলা

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্মাণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের কাজ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন শিক্ষা প্রকৌশল বিভাগের এক প্রকৌশলী।

গেল রবিবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাসকে সাথে নিয়ে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে যান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর আলম।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান শিশির লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তোলেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে মারধর করেন চেয়ারম্যান।

আহত প্রকৌশলীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পরে উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে কচুয়া থানায় ৩ জনের নামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন প্রকৌশলী নূরে আলম।এদিকে এঘটনার জন্য ক্ষমা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান।

জনপ্রতিনিধির এমন হামলার নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker