চান্দিনা
চান্দিনার ১৩ নং জোয়াগের ধেরেরা গ্রাম কে মাদকের হাত থেকে যুবসমাজ কে বাঁচান,ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা।

চান্দিনার ১৩ নং জোয়াগের ধেরেরা গ্রাম কে মাদকের হাত থেকে যুবসমাজ কে বাঁচান,ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, তোফায়েল আহমেদ।
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর জাতীয় নেতা সাবেক ডেপুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও চান্দিনা থানা অফিসার ইনচার্জ মহোদয় সহ ১৩ নং জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামের বিশিষ্ট সমাজপতিদের দৃষ্টি আকর্ষণ করে এক বার্তায় বলেন, ১৩ নং জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামে অতীতের তূলনায় এখন বেপরোয়া ভাবে মাদকের রমরমা ব্যবসা চলছে এতে করে ধেরেরা গ্রামের যুবসমাজ ধংশের মুখে এমনকি ছোট ছোট শিশুরা মাদকের আগ্রাসনে ধাবিত হচ্ছে,মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের বাংলাদেশের ভবিষৎ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনেক আগেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে তাহলে ধেরেরা গ্রামে মাদক বিক্রি সেবন মহামারী আকার ধারণ করেছে তা কেনো বন্ধ করা হচ্ছে না মাদকের গডফাদাররা কি এতটাই শক্তিশালী এমন প্রশ্ন ধেরেরা গ্রামের জনগনের মুখে মুখে স্থানীয় জনসাধারন তাদের ছেলে ভাই সন্তান কে মাদকের হাত থেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানান।
গোপন এক অনুসন্ধানে জানা যায় ধেরেরা গ্রামে বিভিন্ন স্পষ্টে দেদারসে মাদক বিক্রি ও সেবন চলছে এমনকি বাল্যবিবাহ,জুয়ার আসর সহ বিভিন্ন অপকর্ম করছে এক শ্রেনীর মাদকের গডফাদাররা,এলাকার মানুষ ভয়ে কেহ প্রতিবাদ করছেনা কারণ মাদকদ্রব্য বিক্রির গডফাদাররা এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ভাবে মাসোহারা দিয়ে ম্যানেজ করে মাদক বিক্রি করছে ধেরেরা বাজারের পূর্ব দিকে সন্ধ্যা হলেই মাদক বেচাকিনা এবং মাদক সেবনের হাট বসে পুকুরপাড়ে নিরব জায়গায় এলাকার জনগণ দেখে ও কেহ প্রতিবাদ করেনা তাই দিন দিন ধেরেরা গ্রামে মাদক বিক্রি সেবন মহামারী আকারে ধারণ করেছে এই নিয়ে এলাকাবাসী আতংকে আছে,
ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ধেরেরা গ্রাম কে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত সহ সকল অপকর্ম বন্ধ করতে স্থানীয় প্রশাসনের কাছে জোড়ালো দাবী জানান দ্রুতমত সময়ের মধ্যে তাদের কে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি নিশ্চিত করে ধেরেরা গ্রাম কে মাদকমুক্ত ঘোষণা করার,
ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা আশংকা প্রকাশ করছে যেভাবে এখন মাদকদ্রব্য বিক্রি সেবন বাড়ছে সামনের দিনগুলোতে যুবসমাজের অবস্থা কঠিনতম হবে এবং এলাকার শিশুরা মাদকাসক্ত হয়ে পড়বে তাই এখনি যদি পদক্ষেপ না নেওয়া হয় ধেরেরা গ্রামের আগামী প্রজন্ম মাদকাসক্ত হয়ে পড়বে এবং এলাকায় চুরি ডাকাতি ধর্ষণ সন্ত্রাস চাঁদাবাজী মামলা হামলা সহ বিভিন্ন অপকর্মে তরুণ প্রজন্ম লিপ্ত হবে, ধেরেরা গ্রামের বিভিন্ন স্পষ্টে হিরোইন,গাঁজা,মরণশীল মাদক ইয়াবা,ফেনসিডিল সহ বিভিন্ন মাদক বিক্রি চলছে এমতাবস্থায় সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে জোড়ালো দাবী দ্রুত ধেরেরা গ্রামের যুবসমাজ সহ শিশুদের মাদকের হাত থেকে বাঁচানোর, ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা মনে করে বিগত দিনে কিছু মাদক ব্যাবসায়ী ও সেবনকারী আইনের হাতে আটক হলেও কিছুদিন না যেতে তারা আবারও মাদক বিক্রি সেবনে লিপ্ত হন ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে চান্দিনা থানার প্রশাসন কে সর্বাত্মক সহযোগিতা করবে।
ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা (অর্থ নয় মানবতাই পরম ধর্ম) এই শ্লোগান কে সামনে রেখে ধেরেরা গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারদের সহযোগিতা করে আসছেন এবং বিভিন্ন সামাজিক কাজে সংগঠনের সহযোগিতা চোখে পড়ার মত ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের সদস্যরা ধেরেরা গ্রাম কে একটি মাদকমুক্ত বাল্যবিবাহ মুক্ত সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনে বদ্ধপরিকর তাদের সামাজিক কর্মকাণ্ডে এলাকার জনগণের প্রশংসা ভাসছে,স্থানীয় জনগণ বলেন ধেরেরা প্রবাসী কল্যাণ সংস্থার সর্বাঙ্গে সাফল্য ও আগামীতে আরও ধেরেরা গ্রামে সামাজিক কাজে নিয়োজিত থাকবেন এই প্রত্যাশা করেন।





