কুমিল্লা সদরকুমিল্লা সদর দক্ষিণ
কুমিল্লায় নতুন আক্রান্ত ১৬জন।

কুমিল্লায় নতুন আক্রান্ত ১৬জন।
চান্দিনার পাশের এলাকা বাগুরে মারা যাওয়া শাহজালাল মেম্বারের ছেলের বৌয়ের করোনা পজেটিভ এসেছে। এছাড়া বাগুরের আরো দুইজন করোনায় আক্রান্ত। নারায়ণগঞ্জ থেকে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া জীবন চন্দ্র সাহার এলাকা নবীয়বাদের আরো দুইজন আক্রান্ত হয়েছেন।
আজকের ১৬ জনের মধ্যেঃ
দেবিদ্বার -৬ জন
লাকসাম- ৬ জন
মনোহরগঞ্জ- ২ জন
তিতাস- ১ জন
বরুড়া- ১ জন
এখন পর্যন্ত কুমিল্লা মোট আক্রান্ত ৬৮জন।
সুত্রঃ সিভিল সার্জন কার্যালয়