ফিচার

আত্নরক্ষা

মেহেদী হাসান রনি

আত্নরক্ষা

আত্নরক্ষা কথাটি ছোট হলেও এই কথাটির অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আত্নরক্ষা মানেই যে একটি হিংসাত্মক মনোভাব কিংবা দাঙ্গা ইত্যাদি এমনটা না। এইটি শুধু কিন্তু নিজেকে বাচাঁতেই ব্যবহার করা হয়। এই আত্মরক্ষা কিন্তু একটি অতি ক্ষুদ্র প্রাণী পিপড়া তাঁরও আছে, তাকে আঘাত করলেই সে কামড়াই। আবার একটি অতি বিশাল প্রানী হাতি তাঁরও আছে, তাকে আপনি আক্রমন করুন সেও আপনাকে আক্রমণ করবে। আবার একটি সদ্যোজাত শিশু তাঁরও আছে, আবার একটা প্রাপ্ত বয়স্ক লোকেরও দেখা যায়। আবার একটা ফুটপাতে থাকা ভিখারী তারও আছে, আবার এক মন্ত্রী তারও আছে।

 

তো এই আত্মরক্ষা ছোট, বড়, বয়স, ব্যাক্তি, শিক্ষা ইত্যাদি এই সব বিষয়ে আলাদা নয়।  তাহলে এর থেকে প্রকৃতিই বা বাদ যায় কেন? প্রকৃতিও ঠিক তার নিজের মতো আত্মরক্ষা করছে। মানুষ তার উপর নির্মম অত্যাচার চালিয়েছিল। ঠিক যেমন করে যিশুকে ক্রুশ বিদ্ধ করা হয়েছিল, ঠিক তেমনটাই কিছুটা। এতদিন মানুষের সব অত্যাচার চুপচাপ মুখ বুজে শুনেছিল। কিন্তু আর না এবার প্রকৃতিও তার নিজের মতো আত্মরক্ষা শুরু করলো। তার আত্মরক্ষা নেওয়ার ফলে সে কতো সুন্দর ভাবে তার নিজের সৌন্দর্যকে সাজিয়ে তুলেছে আস্তে আস্তে। সারা বিশ্বে তার সুন্দরতা ঝলমল করছে।

 

না এটা কিন্তু করোনা নয়। এটি প্রকৃতির আত্মরক্ষা। (এক প্রকৃতি বাদের মাতানুসারে) সত্যি ব্যাপারটা হাস্যকর হলেও বিষয়টা কিন্তু কিছুটা হলেও ঠিক।

 

দেখুন না তার আকাশে কত ক্ষতের সৃষ্টি করেছিলাম আমরা। সেই ক্ষত সে নিজের থেকেই ঠিক করে নিচ্ছে। তার প্রাণবায়ুতে কত সুন্দর মিষ্টি সুগন্ধের ছোঁয়া বইয়েছে। আরো আছে, কতো যন্ত্রণাময় কৃত্রিম  তালা লাগিয়ে কোকিল সুরেল ছড়িয়েছে সারা স্থানে। মানুষকে আজ বাড়ীতে বসিয়েছে। বন্ধ করেছে মানুষের অত্যাচার। সারা বিশ্বে ছড়িয়েছে শান্তির দাবানল। প্রকৃতি কিন্তু নিষ্ঠুর না। প্রকৃতি শুধুমাত্র নিজের আত্মরক্ষা করছে। হুম আত্মরক্ষা নিচ্ছে, সেরে উঠছে, নতুন কিছু সৃষ্টি করছে, আলো দেখাচ্ছে নতুন প্রজন্মের জন্য।

 

সত্যি আত্নরক্ষাটা খুবই জরুরি সব কিছুর ক্ষেত্রেই। কি বলেন?

 

মেহেদী হাসান রনি

দোল্লাই নোয়াবপুর, চান্দিনা, কুমিল্লা।

পেশাঃ ছাত্র, লেখক।

Close