চান্দিনা

চান্দিনায় ব্যাংক কর্মকর্তা সহ ৯ জনের করোনা শনাক্ত

চান্দিনায় ব্যাংক কর্মকর্তা সহ ৯ জনের করোনা শনাক্ত

মো. আবদুল বাতেন।।কুমিল্লার চান্দিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এবার একজন ব্যাংক কর্মকর্তা সহ মোট ৯ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। বৃহস্পতিবার বার (২১ মে) দুপুরে আইইডিসিআর থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

এনিয়ে চান্দিনায় মোট ৩০ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৩ জন মারা যান। অপর ৭ জন সুস্থ হয়েছেন।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, চান্দিনা উপজেলার নাওতলা গ্রাম থেকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২জনের পরিবার থেকে মৃত দুইজনসহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। এদের মধ্যে একজন মৃত ব্যক্তি ছাড়া সবারই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নাওতলা গ্রামের ওই দুই ব্যক্তির দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

তিনি আরও জানান, জনতা ব্যাংক চান্দিনা শাখার হিসাব বিভাগের এক কর্মকর্তা ও বল্লারচর গ্রামের একজন এর নমুনা রিপোর্টেও করোনা পজিটিভ এসেছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker