রাজনীতি
“নাদিয়া নার্গিস চৌধুরী”কে নারী সংরক্ষিত আসনে এমপি হিসাবে দেখতে চায় সোনাইমুড়ীবাসী।

“নাদিয়া নার্গিস চৌধুরী”কে নারী সংরক্ষিত আসনে এমপি হিসাবে দেখতে চায় সোনাইমুড়ীবাসী।
সাবেক সহ-সভাপতি, তিতুমির কলেজ ছাত্রলীগ।সাবেক সাংগঠনিক সম্পাদক, বাড্ডা থানা যুব মহিলা লীগ।সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ।বিদ্যুৎশাহী সদস্য, কৃষ্ণপুর শহিদ শাহ আলম প্রাথমিক বিদ্যালয়।সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন।সদস্য, মানবিক ঢাকা।শিক্ষাগত যোগ্যতাঃ- বিবিএস এবং এলএলবি(অধ্যয়নরত)।সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,রাজপথের লড়াকু সৈনিকা,বিএনপি জামাত জোটের আতংকের নেত্রী,যুব মহিলা লীগের জনপ্রিয় ব্যাক্তিত্ব,জনাবা নাদিয়া নার্গিস চৌধুরী কে সংরক্ষিত নারী আসনে সোনাইমুড়ী আসনে এমপি হিসাবে দেখতে চায় এলাকার জনগন
নাদিয়া নার্গিস চৌধুরী ক্লীন ইমেজ ধারনকারী দীর্ঘ দিন ধরে তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আসন্ন সংরক্ষিত নারী আসনে সোনাইমুড়ী সর্বস্থরের জনগনের দাবী রাজপথের তুখোড় এই নেত্রীর মনোনয়ন ব্যাপারে খুবই আশাবাদী এবং উনাকে এমপি হিসেবে দেখতে চায় অত্র এলাকাবাসী
আওয়ামী লীগ বিরোধী দল এ থাকা অবস্থায় এবং আওয়ামী লীগ এর পূর্বে বি এন পি ক্ষমতার আমলে যারা আওয়ামী লীগ করেনি বি এন পির বার্তাবহ,আজ্ঞা বহ এমনকি সরাসরি বি এন পির রাজনীতির সাথে জড়িত ছিল এমন কি আওয়ামী লীগ এর কর্মিদের বিভিন্ন ভাবে মামলা হামলায় জর্জরিত করেছে তারা কেন আজ আওয়ামী লীগ এর সু সময়ে আওয়ামী লীগ করে।
তাদের যোগাযোগ তো ছিল বি এন পির হাই কমান্ড ধারী নেতা পর্যন্ত।এখন এরাই হাঁটছে আবার পূর্বের মতো সুবিধা আদায় এর জন্য।আবার আবার ও আওয়ামী লীগ কে এবং সংগঠন এর নেতা কর্মিদের হয়রানি করার জন্য।
তবে কি ডিগবাজি করে যারা সুবিধা আদায় এর জন্যে আসবে তারা ই দলের কাছে মূল্যায়ন পাবে।
তারাই কি সব সময় ক্ষমতার অপব্যাবহার করার সুযোগ পাবে।
বার বার যারা লানচিত তারা এভাবেই থাকবে।
আমরা তৃণমূল আশাকরি সকল মনোনয়ন প্রত্যাশিদের ব্যাকগ্রাউন্ড বিবেচনায় নিয়ে সকল আসন তথা আমাদের নোয়াখালী দুই আসনে জনগনের প্রত্যাশিত প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হঊক।
আমাদের প্রধান মন্ত্রী ঘোষণা দিয়েছেন
বারো বছরের কম সময় ধরে যারা আওয়ামীলীগ করেন তারা দলিয় মনোনয়ন পাবেন না।
এ ক্ষেত্রে ও তা বিবেচনায় নেয়া ঊচিত।
রাজ পথে যারা ছিল থাকবে এবং দলের জন্য যারা নির্যাতিত তাদের কে দেখা ঊচিত।
মধু যখন হয় তখনি মৌমাছি আসে।অন্য সময় নয়।
এরা কিছু এসেছে মৌসুমী মধু সংগ্রহের জন্য।মধু সংগ্রহ শেষ খেলা ও শেষ।





