চান্দিনা

চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ‘হরলিক্স’ বিতরণ

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)
চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ‘হরলিক্স’ বিতরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শুক্রবার (১১ জানুয়ারী) সকাল ১১টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯১জন পরীক্ষার্থীর মাঝে পুষ্টিকর ওই হরলিক্স বিতরণ করেন তিনি। এছাড়া পরীক্ষাৃর্থীদের ফলাফলের মানোন্নয়নে অধিক গুরুত্ব দিয়ে বিনা ফি’তে কোচিং করানোর জন্য বিদ্যালয়ের শিক্ষকদেরকে এক লক্ষ টাকা সম্মানী দেন। 


বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, পৃথিবীতে শিক্ষার কোন বিকল্প নেই। আর ওই শিক্ষাকে মস্তিস্কে ধরে রাখতে পুষ্টিকর খাবারেরও বিকল্প নেই। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন ভাল ফলাফল করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আসতে পারে সেই প্রত্যাশা করছি। 


এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য সফিকুল ইসলাম, শিবু চন্দ্র ধর, মনিরুল ইসলাম, জাকির হোসেন, শিপ্রা রাণী দত্ত, আব্দুল লতিফ, ফানাউল্লাহ, নিলুফা সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, ওই বিদ্যালয়ের শিক্ষক নিমাই চন্দ্র সরকার, এমরান হোসেন, ইয়াছিন প্রধান, উত্তর কুমার আচার্য প্রমুখ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker