চান্দিনা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের ফের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের ফের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা

আকিবুল ইসলাম হারেছ :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাসস্টেশন এলাকায় ফের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে অভিযান পরিচালনা করে ২২টি মামলার মাধ্যমে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।এসময় হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই প্রেমধন মজুমদারের নেতৃত্বে হাইওয়ে পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এর আগে গত শনিবার এক অভিযানে ২০ মামলায় ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক মীর বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে,ফিটনেসবিহীন গাড়ি বন্ধে ও অসাধু ব্যবসায়ীদের ফুটপাত দখল বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker