নারী ও শিশু

“দুই সন্তানসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও “

“দুই সন্তানসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও ”

পরকীয়া সম্পর্কে আবদ্ধ হয়ে পরকীয়া প্রেমিক রাকিবের হাত ধরে শারমিন আক্তার রত্না নামের গৃহবধুটি তার দুই সন্তান রোহান (১০) ও মারিহা (৮) সহ ২৭/১০/২০২০ ইং সকাল ৭.৩০ মিনিটে খিলক্ষেত উত্তরপাড়া, ৯৫ (ক) ঢাকা বাসা থেকে উধাও হয়ে যায়। বহু সন্ধান করেও তাদের অবস্থানের কোন হদিস না পাওয়ায় খিলক্ষেত থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।
বাচ্চাদের চিন্তায় বাবা অসুস্থ হয়ে বর্তমানে হসপিটালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, গৃহবধুর শশুর বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জের ছয়ানী এবং পাশের গ্রাম গোবিন্দার খিলে বাবার বাড়ী অবস্থিত। বখাটে রাকিবের বাড়ী লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া সৈয়দপুর বড়বাড়ি। বখাটে রাকিব এর আগেও আরো তিনটি বিয়ে করেছেন বলে জানা যায়।

কোন স্বহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে নিকটবর্তী থানায় অথবা নিছে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker