চান্দিনা

চান্দিনা পৌরসভায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখলমুক্ত করতে অভিযান ও লিফলেট বিতরণ

চান্দিনা পৌরসভায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখলমুক্ত করতে অভিযান ও লিফলেট বিতরণ

 

মো. আবদুল বাতেন

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা।

চান্দিনা পৌরসভায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে লিফলেট বিতরণ করেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ। সোমবার (৬ মে) সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানও পরিচালিত হয়।

 

চান্দিনা পৌরসভার ফুটপাত ও রাস্তা দখল করে ডিসপ্লে বোর্ড ও অন্যান্য মালামাল রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। রাস্তায় নির্ধারিত স্থান ছাড়া যারা গাড়ি পার্কিং করে মালামাল লোড আনলোড করেন তাদের সতর্ক করার জন্য ওই লিফলেট বিতরণ করেন। অন্যথায় পৌরসভার বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- পৌর সচিব মো. ইউসুফ আলী, চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভুইয়া, পৌরসভার বাজার আদায়কারী মো. গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, মো. আবদুল ওয়াদুদ প্রমুখ।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker