কুমিল্লা সদর দক্ষিণচান্দিনাজেলার খবর

চান্দিনা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় জানাজা ও দাপন সম্পুর্ন করেছে বরুড়ার তাকওয়া ফাউন্ডেশন

চান্দিনা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সৈয়দা মোতাহারা বেগমের জানাজা ও দাপন সম্পুর্ন করেছে বরুড়ার তাকওয়া  ফাউন্ডেশন

 

নিজস্ব বার্তাঃ আজ বরুড়া তাকওয়া  ফাউন্ডেশন উদ্যোগে পার্শ্ববর্তী চান্দিনা  উপজেলার গোবিন্দপুর গ্রামে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক সচিব মরহুম সাইফুর রহমানের স্ত্রী সৈয়দা মোতাহারা বেগমের জানাজা ও দাপন সম্পুর্ন করেছেন। জানাজায় মরহুমার দুই ছেলে, ভাই  ও ড্রাইভার উপস্থিত ছিলেন।

 

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম তাকওয়া ফাউন্ডেশন কে পিপিই দিয়ে চান্দিনা উপজেলায় পাঠান। বরুড়া তাকওয়া ফাউন্ডেশন মাওলানা আমিনুল ইসলামে, মাওলানা মোঃ ইলিয়াছ,   হাফেজ জসিম উদ্দিন, গাজী ইমরান হোসাইন সুমন, মনির হোসেন ও শহীদ হোসাইন।

 

ভাই সেই সকালে বড়ুরা থেকে চান্দিনা গোবিন্দপুর গ্রামে এসে দিনভর লাশের জন্য অপেক্ষা করেন। আজ বাদআসর মরহুমাকে রিসিভ করে স্থানীয় প্রশাষনের অনুমতি ও উপস্থিতিতে সদলবলে ভদ্রমহিলার জানাযা পড়িয়ে, নিজেরাই কবর খোদাই করে, বাঁশগুলো পর্যন্ত কেটে দিয়ে ওনাকে দাফনের ব্যাবস্থা  করেন।

 

মুহতারাম মাওলানা ইলিয়াস সাহেবের ইমামতিতে আরো অংশগ্রহণ করেন মাওলানা আমিনুল ইসলাম,

হাফেজ জসিম উদ্দিন, গাজী ইমরান হোছাইন সুমন

মোহাঃ মুনির হোসাইন, মোহাঃ শহীদ হোসাইন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker