তথ্য প্রযুক্তিফিচার

শেষ হলো ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ – Technofair IT Limited

৫-জিসহ নতুন তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচয় করে দেয়ার মধ্য দিয়ে শেষ হলো ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের দাবি জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

দেশের তরুণসহ সব বয়সীদের পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট ৫জি ও ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। বৃহস্পতিবার শুরু হওয়া তিনদিনের এ মেলায় অংশ নেয় তথ্যপ্রযুক্তি ও আইএসপিসহ ৮২টি প্রতিষ্ঠান।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্পে টেকনোফেয়ার আইটি লি: “CATV Analog সিস্টেম-কে ডিজিটাল রুপান্তরে” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ইতিমধ্যে এই সেক্টরে তাদের অনেক দিনের পথচলা, অগ্রগতি ও সফলতা অনেকখানি। তথাপি পর্যাপ্ত প্রচার-প্রচারনা না থাকায় অনেকেই এ বিষয়ে জানতে পারেন নি।

“টেকনোফেয়ার” বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা গতানুগতিক চায়না ভিত্তিক ইকোনমিক হেডেন্ড-এর পাশাপাশি ইউরোপ-আমেরিকা সহ বিশ্বখ্যাত ব্রান্ড: হারমোনিক, টেলিস্টি লুমিনাথো, লুমেনটেক, এষ্ট্রো, এপিয়ারটিভি, ক্যাবলওয়্যল্ড, উইসি, এরিকসন, এটিএক্স, ব্রাভো ইত্যাদী প্রফেশনাল হেডেন্ড নিয়ে কাজ করে থাকে।

সম্প্রতি বাংলাদেশের সবথেকে বেশি চ্যানেলের (৩৫০ চ্যানেল, পে-চ্যানেল ১০৪-টি) হারমোনিক লেটেষ্ট মডেল এনএসজি ৯০০০-৪০জি ও লুমেনটেক বেজ্ড যুগান্তকারী এই হেডেন্ড এর কাজ সম্পন্ন করে। এই হেডেন্ড-এ যুগোপযোগী প্রযুক্তি ও মেশিনারি সন্নিবেশিত হয়েছে। প্রফেশনাল হেডেন্ড এর মানদন্ডে সংযোজিত হয়েছে এডিশনাল ব্যাকআপ কুয়াম, সেপারেট মাক্স ও স্ক্রামবেলার, মাল্টিভিউ মনিটরিং ও টিএস এনালাইজার। ব্যাকবোন, এনএমএস , 4K ওডিও-ভিডিও কানেকটিভিটি ও অন্যান্য যন্ত্রাদী ব্যাবহার করা হয়েছে সুইজারল্যান্ড ও তাইওয়ান ভিত্তিক কম্পানির।

এবারের আয়োজনে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সাড়া পেয়েছেন অংশগ্রহণকারীরা। তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে এমন আয়োজনের বিকল্প নেই বলেও জানান তারা।

শনিবার মেলার সমাপনি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, একসময় সব পণ্যই আমদানি নির্ভর ছিল দেশ। বর্তমানে দেশীয়ভাবে কম্পিউটার তৈরি করায় কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক আরোপ করার দাবি জানান তিনি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker