চান্দিনা
COVID 19 প্রতিরোধের লক্ষে দঃ জোয়াগ মসজিদে সচেতন মুলক বক্তব্য রাখেন মেহেদী হাসান তালুকদার

COVID 19 প্রতিরোধের লক্ষে দঃ জোয়াগ মসজিদে সচেতন মুলক বক্তব্য রাখেন মেহেদী হাসান তালুকদার
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ দঃ বাজার জামে মসজিদে করনাভাইরাস COVID 19 প্রতিরোধের লক্ষে এলাকাবাসীর মাঝে সচেতন মুলক বক্তব্য রাখেন ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মেহেদী হাসান তালুকদার।
জনাব মেহেদী হাসান তালুকদার বলেন আমরা আপনারা সবাই সচেতন হতে হবে এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ফেরত ভাইদের কে সরকারের নিয়ম মেনে চলার আহবান করেন,এবং তিনি বলেন আমরা সবাই সচেতন হলে ইনশাআল্লাহ সবাই এর থেকে পরিত্রাণ পাবো,জনাব মেহেদী হাসান তালুকদার উপস্থিত সবাইর কাছে দোয়া কামনা করেন এবং সামনের দিনগুলোতে যেনো ১৩ নং জোয়াগ ইউনিয়নের সম্মানিত জনগণের সেবক হয়ে কাজ করতে পারি তার জন্য সবাইর কাছে সহযোগিতা এবং সমর্থন চান।