চান্দিনা

কুমিল্লার চান্দিনায় বিশাল শোডাউন নিয়ে ছাত্রলীগ নেতা সোহাগকে বরণ

কুমিল্লার চান্দিনায় বিশাল শোডাউন নিয়ে ছাত্রলীগ নেতা সোহাগকে বরণ

আকিবুল ইসলাম হারেছ।

ছাত্র রাজনীতির তরুণ প্রাণ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা.প্রাণ গোপাল দত্তের আস্থাভাজন বাহারউদ্দিন সোহাগ।বর্তমান সময়ের আলোচিত উদ্দমী,নিবেদীত প্রান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসীত,মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন সোহাগ রাজনৈতিক পরিবার থেকে উঠে আশা ছাত্র নেতা।

শনিবার দুপুরে ঢাকা থেকে চান্দিনা আসায় বরণ করতে কয়েক শত মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন নিয়ে জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন সোহাগ‘কে বরণ করে নেয়।দুপুর ৩টায় মাধাইয়া বাজার নবাবপুর সড়কের প্রবেশ মুখে কয়েক শত নেতাকর্মীরা হাতে ফুলের তোড়া নিয়ে ছাত্র রাজনীতির তরুণ প্রাণ বাহারউদ্দিন সোহাগ কে বরন করতে দাড়িয়ে থাকে।হাসিমুখে গাড়ি থেকে নেমে এলেন বাহারউদ্দিন সোহাগ।

এমন সময় মিছিল-স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চান্দিনার মাধাইয়া-নবাবপুর সড়কের পুরো রাজপথ।একটু এগিয়ে আসার পর একে একে নেতারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বাহারউদ্দিন সোহাগ কে।বরণপর্ব শেষ করার পর তাকে নিয়ে শত শত মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়।শোডাউনের অগ্রভাগে ছিল বাহারউদ্দিন সোহাগের গাড়ি।পেছনে কয়েক শত মোটরসাইকেল ও গাড়ির সারি।

নেতাকর্মীদের নিয়ে উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়ক ঘুরে নবাবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে বাহারউদ্দিন সোহাগ বলেন,চান্দিনায় কোন মাদক সিন্ডিকেট থাকবে না।মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী করে ভাল পথে আসার আহ্বান জানাই।এসময় ডা.প্রাণ গোপালের নেতৃত্বদানকারী হিসেবে ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের সদস্যদের সঙ্গে সংগঠনকে আরো বেশি শক্তিশালী এবং সুসংগঠিত করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker