চান্দিনা

চান্দিনা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

চান্দিনা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

তুহিন ভূইয়া।

কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) ভোরে আগুন নিয়ন্ত্রণের পর সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা ও পৌর প্রশাসন। সকাল ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলতানয়নে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করা হয়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ব্যক্তিগত তহবিল থেকে দোকান প্রতি ১০ হাজার টাকা করে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪ লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া পৌরসভা থেকে দোকান প্রতি ২ হাজার টাকা এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দোকান প্রতি নগদ ৫ হাজার টাকা ও ২ প্যাকেট করে খাদ্যশস্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) দেবেশ চন্দ্র দাস, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, চান্দিনা পৌরসভার কাউন্সিল মো. আবু কাউছার, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক ও চান্দিনা বাজার ইজারাদার জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শামীম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (৮ জুলাই) দিনগত রাত পৌঁনে ৩টায় চান্দিনা মধ্য বাজারের পৌরসভা নির্মিত ৪৩টি দোকান ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে দাবী করেন ব্যবসায়ীরা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker