খেলাধুলা

কাতারে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র

দোহা, ১৯ জুলাই- কাতারে মেসাইমির ফুটবল ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ১-১ ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

মেসাইমির ফুটবল ক্লাব ট্রেনিং গ্রাউন্ডে বুধবার ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। ৮৩তম মিনিটে কর্নার থেকে লক্ষ্যভেদ করেন দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি।

জাকার্তা-পালেমবাংয়ে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৪ অগাস্ট থেকে। ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে কাতার, উজবেকিস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে। এ টুর্নামেন্ট সামনে রেখে কাতারে অনুশীলন করছেন মামুনুলরা।

সূত্র: বিডিনিউজ২৪

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker