অপরাধফিচার

রেডিসন’র রেস্টুরেন্টের বিলের ভয়ে ২০তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র রেস্টুরেন্টে নাস্তা করে বিল দেওয়ার ভয়ে ২০ তলা থেকে লাফ দিয়ে আরিফ কবির (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন ।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আবার বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক সিটিজিনিউজকে বলেন, রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker