কুমিল্লা সদর

কুমিল্লার আরেক গর্বিত সন্তান প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ ডা: ওয়ালী উল্লাহ আর নেই–

কুমিল্লার আরেক গর্বিত সন্তান প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ ডা: ওয়ালী উল্লাহ আর নেই–

 

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলাধীন নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের গর্বিত সন্তান ডাঃ ওয়ালী উল্লাহ (৮০) আজ বুধবার বেলা সাড়ে ১২ টার সময় ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

ডাঃ ওয়ালী উল্লাহ একুশে পদকপ্রাপ্ত, বহু শিক্ষা প্রতিষ্টান হাসপাতাল ও অনেক সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,মানবাধিকার কর্মী ও নারী নেত্রী মরহুমা ডা: যোবায়দা হান্নানের সুযোগ্য স্বামী ছিলেন।

ডাঃ ওয়ালী উল্লাহর সার্বিক সহযোগীতা ও অনুপ্রেরণায় তার সহধর্মিণী  ডাঃ যোবেদা হান্নান নিজ এলাকায় ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে গড়ে তুলেছিলেন অসংখ্য  শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।আজ সেই মহান ব্যক্তি আমাদের সবাইকে ছেড়ে সারা জনমের জন্য পরপারে পাড়ি জমিয়েছেন।মৃত্যুকালে তার দই ছেলে,নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি।

 

আজ বাদ আছর তার নিজ গ্রাম আশারকোটা ঈদগাহ মাঠে তার জানাযা অানুষ্ঠিত হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker