জাতীয়
পূঁজি আমাদের ব্যাবসা করবেন আপনি, বর্তমান সময়ে আপনার পরিবার নিয়ে একটু ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা।

আসসালামু আলাইকুম,
সম্মানিত ওলামা হযরতগণ, বর্তমান এই দূর্যোগ কালিন সময়ে আল্লাহ আপনাদের কেমন রেখেছেন জানিনা।
বর্তমানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের বেতন বন্ধ বললেই চলে, এতে প্রতিটা হাফেজ, আলেম শিক্ষক মানবেতর জীবনযাপন করছে, বর্তমান অবসর সময়কে কিভাবে কাজে লাগিয়ে কিছু আয় করা যায় সেটাই ভাবছি! কিন্তু চাইলেও অনেকের অর্থের অভাবে কিছুই করা সম্ভব হয়ে উঠছে না। সেই চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর ও সাড়া দেশের হাফেজ আলেম শিক্ষকদের জন্য বিনা পুঁজিতে একটা ব্যাবসায়িক ব্যাবস্থাপনা করে দেওয়া।
আমরা চাই বর্তমান সময় থেকে শিক্ষা নিয়ে শুধুই মাদরাসা মসজিদের খেদমতের মুখাপেক্ষী না হয়ে, খেদমতের পাশাপাশি নিজেকে যেকোনো ব্যাবসার সাথে সম্প্রিক্ত রাখা, যেন মাদরাসা মসজিদের খেদমতটা শুধুই খেদমত হয় তাহলে সমাজে হক কথা বলতে নিজেকে উজার করা সহজ হবে ইনশাআল্লাহ। পাকিস্তানের সকল ওলামা হযরত কোন না কোন ব্যাবসার সাথে যুক্ত থাকায় তারা চাকরির মোহতাজ না তাইতো পাকিস্তান সরকারও উলামায়ে ক্বেরামের যেকোনো বিষয়ে হিসাব করে সিদ্ধান্ত নিতে হয়।
পূঁজি আমাদের ব্যাবসা করবেন আপনি, বর্তমান সময়ে আপনার পরিবার নিয়ে একটু ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা।
এখন আপনার করনীয় হলো আপনার যদি ব্যাবসায়িক মেজাজ থাকে তাহলে অবশ্যই জরুরি আমাদের সাথে যোগাযোগ করবেন।
ব্যাবসার ধরণঃ-
আমরা আপনাদের জন্য ব্যাবসায়িক পণ্যসামগ্রি হিসেবে মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রিই আপনাদের সরবরাহ করবো ইনশাআল্লাহ! তবে বর্তমান পণ্য হিসেবে আপনি পাবেন বাজারের সবচেয়ে উন্নত কোয়ালিটির সাস্থ সম্মত মশার কয়েল, উন্নত মানের চা পাতা, খাঁটি মধু, খাঁটি ঘি
ও ঘাঁনি ভাঙ্গা সরিষার তেল।
আমরা আপনার পরিপূর্ণ নাম ঠিকানা যাচাই বাছাই করে আপনাকে আমাদের ব্যাবসায়িক কার্যক্রমে যুক্ত করবো ইনশাআল্লাহ।
আপনার পূর্ণ নাম, পিতার নাম, পূর্ণ ঠিকানা, আমরা চিনতে পারি এমন একজন পরিচিতি আলেমের রেফারেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের জন্য
তাবাসসুম এন্টারপ্রাইজ
৯৬/৪ উত্তর মুগদা ঝিলপাড় (জিরো পয়েন্ট) ঢাকা-১২১৪ মোবাইল:- 02-7273798, 01724966045





