তথ্য প্রযুক্তি

নিকোটিনমুক্ত ক্ষতিবিহীন হারবাল সিগারেট এখন বাংলাদেশে পাওয়া যা।

“The Heal” নামের একটি হারবাল সিগারেট বাংলাদেশের বাজারে এসেছে বলে জানা গিয়েছে। সিগারেটটি নিকোটিনমুক্ত এবং ক্ষতিবিহীন বলে দাবি করা হয়েছে। তবে তা ক্ষতিকারক কি না সেই সম্পর্কিত কোন নিশ্চয়তা বা পরীক্ষিত ফলাফল পাওয়া যায়নি।সিগারেটটির প্রতি প্যাকেটে থাকে ১০টি শলা যার মূল্য ১১৫ টাকা। হারবাল হওয়ায় এটি ক্ষতিকারক নয় বলেও ধারণা করা হচ্ছে। কারণ এতে কোনোরকম নিকোটিন ব্যবহার করা হয়নি। যারা সিগারেটের নেশা একদমই ছাড়তে পারেন না, তাদের জন্য এই হারবাল সিগারেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আইনস্টাইন বলেছিলেন, “বিজ্ঞান যদি ক্ষতিবিহীন এবং স্বাস্থ্যসম্মত সিগারেট তৈরি করতে পারে, তাহলে বিজ্ঞান সত্যিই সফল।”এই হারবাল সিগারেটটিকেও এক অনন্য আবিষ্কার বলে ধারণা করা হচ্ছে!

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker