কুমিল্লা সদর

#স্যালুট#মানবতার জন্য যাদের বিবেক কাঁদে। কুমিল্লার সেই ‘বিবেক’ টিমের চেয়ারম্যান সহ পুরো টিমকে।

#স্যালুট#মানবতার জন্য যাদের বিবেক কাঁদে। কুমিল্লার সেই ‘বিবেক’ টিমের চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু ও তার পুরো টিম সদস্যদের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস মহামারীতে মৃত্যু ব্যাক্তিদের দাফনকাজ সম্পূর্ণ করছেন নিরলস ভাবে তাদের এমন উদ্যোগ কে কৃতজ্ঞতা প্রকাশ করেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চান্দিনার সময়, সামনের দিনগুলোতে আরও মানবতার সেবায় এগিয়ে আসবে এই শুভকামনা অবিরাম রইল।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker