অপরাধ

মানব পাচার মামলায় আটক

সিআইডি রংপুর জেলা টিম গতকাল রাতে রংপুর মেট্রোর হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকা থেকে ঢাকার বিমান বন্দর থানার মামলা নং ৫ তাং ৫/১২/১৭ ধারা মানব পাচার ও প্রতিরোধ দমন আইন/১২ এর ৬(২) ধারা সহ ৪০৬ /৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ১০৯ পিসি  এবং  বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন /১০ এর ৩১/৩৩,ক,খ,গ,ঘ এর এজাহারনামীয় পলাতক আসামী সায়েদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।আসামী ৩ বছর ধরে পলাতক ছিল।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker