চান্দিনা
ধেরেরা বাজার টু ওরাইন করিতলা সড়কের বেহাল অবস্থা প্রতিদিন ঘটছে দূর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি,এম আর প্রধান।

চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে ধেরেরা বাজার হইতে ওরাইন সড়ক,এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কেননা এই সড়কটি কৈইলাইন নতুন বাজার হয়ে দক্ষিণ জোয়াগ ও ধেরেরা বাজার হয়ে দক্ষিণ পূর্ব দিকে ওরাইন হয়ে বরুড়া থানার মেইন হাইওয়ে সড়ক সাথে যুক্ত ,একটি গুরুত্বপূর্ণ সড়কটি ২০০১ সালে বিএনপি সরকার থাকাকালীন সময়ে ইটের চলিং হয় তার পরে আওয়ামীলীগের ১২ বছরেও এই সড়কটি সংস্কার করা হয়নি,সড়কটি এমনি বেহালদশা যাতায়াত কারীরা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে তাই ওরাইন এলাকার জনগণের প্রাণের দাবি অনতিবিলম্বে ধেরেরা বাজার হইতে ওরাইন করিতলা সড়কটি দ্রুত সংস্কার করার,সরেজমিনে দেখা যায় এই জনবহুল সড়কি এমনি বেহাল অবস্থা যা চোখে না দেখলে বুজা যাবেনা,চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর জাতীয় নেতা সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি জরুরি ভিত্তিতে এই সড়কটি পূর্ণ সংস্কার করার, স্থানীয় এলাকার জনগণ মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে আহবান করেন দ্রুত সড়কটি যাতায়াতের উপযোগী করে দেওয়ার,





