আন্তর্জাতিক
আটকের তিনদিন পর ভারতীয় দশ সেনা কে মুক্তি দিল চীন।

আটকের তিনদিন পর ভারতীয় দশ সেনা কে মুক্তি দিল চীন।
আন্তর্জাতিক ডেস্ক:-ভারতের কেন্দ্রশাসিত লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার (১৫জুন)
চীন-ভারত মুখো-মুখি হওয়ার পর ঘটনাস্থল থেকে আটক করা ভারতীয় সেনাবাহিনীর দশ সদস্যকে “মুক্তি”দিয়েছে চীন।
বৃহস্পতিবার(১৮জুন) রাতে গালওয়ান উপত্যকায় ফেরত দেওয়া হয় তাদের। ভারতীয় গণ-মাধ্যমের বরাতে আজ শুক্রবার সকালে এ খবর জানিয়েছে বিবিসি।
ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য হিন্দ জানিয়েছে মুক্তি পাওয়া ওই দশ ভারতীয় সেনার মধ্যে অন্তত একজন লেফটেন্যান্ট কর্নেল ও তিনজন মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।