শিক্ষাঙ্গন
চান্দিনায় “তৈয়ব আলী-মেহেরুন্নেছা”সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি ও সনদপত্র বিতরন

কুমিল্লা চান্দিনায় “তৈয়ব আলী- মেহেরুননেছা” শিক্ষা সংস্থার উদ্যোগে দোল্লাই-নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার(১৬ অক্টোবর) সকালে দোল্লাই- নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবৃত্তি প্রকল্পের পৃষ্ঠপোষক ডাঃ হালিদা আক্তার,সিভিল ইঞ্জিনিয়ার জনাব ফরিদ আলী আক্তার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব সাদেক হোসেন মজুমদার , বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, সহকারি প্রধান শিক্ষক বেনী মাধব দেবনাথ, কুতুব উদ্দিন আহম্মেদ, বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব শহিদুল্লাহ মজুমদার,সাবেক চেয়ারম্যান কাজী শাহজাহান ও শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক জনাব আলী আহম্মদ নোমান ও রাহাতুজ্জামান পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজয় ফুল তৈরীর লক্ষ্য ও উদ্দেশ্য এমনকি মুক্তিযোদ্ধাদের ত্যাগের মহীমার কথা তুলে ধরেন।বক্তব্য শেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও পুরুস্কার বিতরন করেন।





