চান্দিনা
চান্দিনা উপজেলা অফিসার ইনচার্জ আবুল ফয়সাল এর আতিথেয়তা মুগ্ধ #তাকওয়া ফাউন্ডেশন চান্দিনা টিম ।

চান্দিনা উপজেলা অফিসার ইনচার্জ আবুল ফয়সাল এর আতিথেয়তা মুগ্ধ #তাকওয়া ফাউন্ডেশন চান্দিনা টিম ।
করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর লাশ ফেলে পালিয়ে যায়,এমন অনেক দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায় ।
আমাদের চান্দিনা উপজেলায় যদি কোথাও কোন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যায় ,তাহলে টিম প্রধান মাওলানা আবদুল্লাহ আল মুনিরী সাহেব কে ফোন করলে (01674008602)তিনি টিম নিয়ে উপস্থিত হবেন । এ বিষয়ে ওসি আবুল ফয়সাল সাহেব কে অবহিত করতে টিম প্রধান মাওলানা আবদুল্লাহ আল মুনিরী ,মাওলানা হাফেজ মুনির হোসাইন,হাফেজ ইয়াহইয়া,হাফেজ হুসাইন এবং যুবলীগের নেতা মাধাইয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,সহ আরও কয়েক জন উপস্থিত হয়েছেন ।





