আন্তর্জাতিক

বেলজিয়ামের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি দুই প্রার্থীর জয়

বেলজিয়ামে স্থানীয় সরকার নির্বাচনে অতীতের সব  রেকর্ড ভেঙে দুই প্রবাসী বাংলাদেশি সিটি কাউন্সিলর সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউনে ও বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী এন্টারপেনের বুর্গারহাউটে আলাদা আলাদা রাজনৈতিক দল থেকে মোতাহের হোসেন চৌধুরী দ্বিতীয়বারে মতো এবং মিসেস শায়লা শারমিন প্রথম বাঙালি নারী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তারা বেলজিয়ামের এন্টারপেনের পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে বিপুল ভোটে জয়লাভ করেন। বেলজিয়ামের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের এ জয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে সাফল্যের পথ প্রশস্ত করবে। তাদের এ সাফল্যে বেলজিয়ামের বাঙালি সমাজে আনন্দের বন্যা বইছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker