জাতীয়

করোনায় আক্রান্ত হয়ে সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যু

 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। রবিবার রাত ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

জানা গেছে, করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে মকবুল হোসেনের। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। সর্বশেষ তিনি গত ১৪ মে মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। একই সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker