জাতীয়

মুনতাসীর মামুন সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে যাচ্ছেন, তার মা সুস্থ হয়ে বাড়িতে

মুনতাসীর মামুন সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে যাচ্ছেন, তার মা সুস্থ হয়ে বাড়িতে

*************************************** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, মুক্তিযুদ্ধের গবেষক ড. মুনতাসীর মামুন সম্পূর্ণ সুস্থ হয়ে তথা করোনা ভাইরাস মুক্ত হয়ে আজ ইনশাআল্লাহ বাড়ি ফিরে যাচ্ছেন। আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হকের সাথে এইমাত্র কথা বলতে গিয়ে এই তথ্য জানালেন তার চাচা সাবেক মন্ত্রী ড.মহীউদদীন খান আলমগীর। তিনি জানান মুনতাসীর মামুন এখন পুরো পুরি সুস্থ।

ইতোমধ্যে মুনতাসীর মামুনের মাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

 

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরদিন পরীক্ষায় তার মাতার মত তারও করোনাভাইরাস শনাক্ত হয়।

 

৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। ওই হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। গঠিত হয় বিশেষ মেডিকেল বোর্ড।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker