কুমিল্লা সদরচান্দিনারাজনীতি

চান্দিনা লুৎফুর রেজা খোকন জাতীয় পার্টি বা জোট থেকে নির্বাচন করবে,দোয়াও সমর্থন চান।

চান্দিনা লুৎফুর রেজা খোকন জাতীয় পার্টি বা জোট থেকে নির্বাচন করবে,দোয়াও সমর্থন চান।

কুমিল্লা(চান্দিনা)প্রতিনিধিঃ সম্পাদকীয় কলাম

কুমিল্লা-৭ চান্দিনার সাধারণ মানুষের নয়নের মনি, বহু শিক্ষা প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠাতা ও সভাপতি , সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু,চান্দিনা যুব সমাজের অহংকার,ত্যাগী নেতা,সময়ের সাহসী জাতীয় পার্টির সংগ্রামী সৈনিক,কুমিল্লা জেলা মানবাধিকার কমিশনের সম্মানিত সভাপতি, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব লুৎফুর রেজা খোকন আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা“““” দৈনিক চান্দিনার সময়““ প্রতিনিধির কাছে একান্ত সাক্ষাৎকার বলেন,

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে ৩০০ আসনে নির্বাচন করবে তবে জোট গত ভাবে হলে ইনশাল্লাহ আমি চান্দিনাতে নমিনেশন চাইবো,আমার আস্থা ও বিশ্বাস ইনশাল্লাহ জোটবদ্ধ ভাবে আমি নমিনেশন পাবো এতে কোন সন্দেহ নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন চান্দিনার জনগনের দুঃখে সুখে থেকে আপনাদের সেবা করতে পারি। আমার কোন চাওয়া পাওয়া নাই আল্লাহ পাক আমাকে অনেক দিয়াছে এখন আমার শেষ জীবন টুকু চান্দিনার মানুষের সেবা করে মরতে চাই।

 

জনাব লুৎফুর রেজা খোকন আরও বলেন,আমি প্রতিহিংসামূলক রাজনীতি পছন্দ করিনা,আমি আপনাদের ভালোবাসার  ভিক্ষুক । আমি আপনাদেরই সন্তান,

 

চান্দিনার সময়ের জরিপে দেখা যায় জনাব লুৎফুর রহমান খোকন এম.পি, মন্ত্রী না হয়ে ও চান্দিনায় উন্নয়ন করেছেন,যা নজিরবিহীন, তাহার মূল দেনধারনা আধুনিক শিক্ষা , আধুনিক চিকিৎসা ও মাদক মুক্ত সমাজ ও রাস্তা ঘাট উন্নয়ন,বেকারমুক্ত সমাজ গড়ার,চান্দিনা উপজেলাতে থাকবেনা কোন মামলা থাকবেনা কোন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এসব কিছু করতে গড়তে জনাব লুৎফুর রেজা খোকন সব সময় বদ্ধপরিকর। তাই তিনি চান্দিনার সম্মানিত জনগনের কাছে দোয়া ও সমর্থন চান।

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker