জাতীয়

সেই সন্দেহভাজন রকি বড়ুয়া পিস্তল এবং রক্ষিতাসহ আটক

সেই সন্দেহভাজন রকি বড়ুয়া পিস্তল এবং রক্ষিতাসহ আটক

অবশেষে বিদেশী পিস্তল ও রক্ষিতা এবং আরও অনেক আলামতসহ যুদ্ধাপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জামাতের তারিক মনোয়ার মাওলানার সাথে বৈঠক করা বিতর্কিত সেই রকি বড়ুয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার সেহেরির সময় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন একটি বাড়ি থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। এসময় রকি বড়ুয়ার সাথে আরও তার চার সহযোগীকেও গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা, মন্ত্রী-এমপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তার অসংখ্য ছবি, তাদের সিল, প্যাড এবং সাঈদীপুত্র মাসুদ সাঈদী, বিতর্কিত বক্তা তারিক মনোয়ার ছাড়াও হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর সাথে রুদ্ধদ্বার বৈঠকের অনেক ছবি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker