জাতীয়ফিচারলাইফস্টাইল

প্রতিদিন ৩০০০ মানুষকে রান্না করা খাবার দিয়ে ইফতার করাচ্ছেন এ কে এম রহমতুল্লাহ এমপি

করোনাকালীন সময়ে পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন ৩০০০ মানুষকে রান্না করা খাবার দিয়ে ইফতার করানো শুরু করেছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম রহমতুল্লাহ এমপি।

গত ১লা রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে মাসব্যাপী। বিতরণকৃত খাবার হচ্ছে রান্না করা মোরগ পোলাও। রাজধানীর বাড্ডা,ভাটারা,রামপুরা ও খিলগাঁওয়ের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১১ আসন।

করোনা ভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মধ্যে কর্মহীন হয়ে বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার।গত এপ্রিল মাসের মাঝামাঝি স্হানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি তার নির্বাচনী এলাকায় ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও নেতৃবৃন্দের মাধ্যমে অসহায় ও দুঃস্হদের খাদ্য সহায়তা দিচ্ছেন।এর মধ্যে কয়েক হাজার মানুষের ঘরে পৌঁছে দেয়া হয়েছে ত্রানসামগ্রী।

এছাড়া ঢাকা আসনের নিম্ন আয়ের লোকজনের বসবাস প্রচুর।বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে, যেগুলো প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর ও নেতৃবৃন্দের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে কোন পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে এ কে এম রহমতুল্লাহ এমপি বলেন,আগামী সপ্তাহ থেকে ৯ টি ওয়ার্ড যথাক্রমে ২১,২২,২৩,৩৭,৩৮,৩৯,৪০,৪১,ও ৪২ নং ওয়ার্ডের ১১০০০ পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হবে ইনশাআল্লাহ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker