জাতীয়

৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু উর্মি,ফেসবুকে শেয়ার করার আকুতি পরিবারের।

৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু উর্মি,ফেসবুকে শেয়ার করার আকুতি পরিবারের।

নবীনগর উপজেলার রতনপুর গ্রামের শেকের পাড়া থেকে নিখোঁজ শিশু উর্মি আক্তার সিনথিয়া (৮) ৬ দিনেও ্নউদ্মেধার হয়নি।গত ৬ এপ্রিল দুপুরে বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে ওই দিন রাতেই নবীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়।নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও শিশুটির উদ্ধারে পুলিশের তেমন কোন তৎপরতা নেই বলে অভিযোগ তার পরিবারের। সন্তানকে না পেয়ে বাবা-মায়ের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে।শনিবার সাংবাদিকরা হাজির হয়েছিলেন হারিয়ে যাওয়া শিশুটির বাড়িতে। মেয়ে কে না পাওয়ার শোকে আহাজারি করছিলেন শিশুটির বাবা-মা।শিশুটির বাবা আজাহার আহম্মেদ বলেন, গ্রামে আমার কোন শত্রু নেই, গ্রামের সামাজিক কাজেই সবার পাশে থাকি। স্ত্রী সন্তান নিয়ে আমি ঢাকায় বসবাস করি। গত দেড় মাস আগে পরিবার নিয়ে গ্রামের বাড়ি আসি।গত ৬ এপ্রিল দুপুরে বাড়ির উঠানে আমার স্ত্রী উর্মির মাথা থেকে উকুন আনছিলো, এরপর আমার মেয়ে উঠানে খেলা করতে দেখে আমি গোসল করতে চলে যাই।পরে এসে আমার মেয়ে আর দেখতে পাইনি। আশপাশে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাচ্ছিনা। এখন মনে হচ্ছে আমারমেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।কাউকে সন্দেহ হয় কিনা প্রশ্নের জবাবে আজাহার বলেন, আমি কাউকে সন্দেহ করছি না, গ্রামের ইকবাল ডাক্তারের সঙ্গে জমি নিয়ে একটি মামলা মোকদ্দমা ছিল সেটা শেষ হয়ে গেছে।গ্রামের সবাই আমার পরিবারকে সহানুভূতি জানাতে আসলেও আমার চাচাতো ভাই ইদ্রিস আর অপু মিয়া দেখাতে আসেনি। আমি সব বিষয় পুলিশকে খুলে বলেছি কিন্তু আমার মেয়েকে খোঁজার বিষয়ে পুলিশের কোন তৎপরতা দেখছি না। এই বলেই আজাহার আহাম্মেদ মেয়ের জন্য হাউ মাউ করে চিৎকার শুরু করেন।শিশুটি’র মা সাবিনা বেগম বলেন, আমার মেয়েকে এনে দাও। আমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না।রতরনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বলেন, মেয়েটিকে অনেক খুঁজেছি আমরা, এ বিষয়ে পুলিশের কোন তৎপরতা আমরা দেখছি না। দ্রুত শিশুটিকে খোঁজে বের করতে হবে,নইলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।এ ব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, শিশুটিকে খোঁজার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে।উল্লেখ্য, আজাহার আহম্মেদ তার মেয়ের সন্ধান কেউ দিতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছেন।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker