চান্দিনাতথ্য প্রযুক্তি

চান্দিনার মাইজখার ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ এর নামে জনসমাগম

চান্দিনার মাইজখার ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ এর নামে জনসমাগম 

ডেস্ক রিপোর্ট।। 

চান্দিনার মাইজখার ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ এর নামে জনসমাগম করতে দেখা গেছে। চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে মানুষ জড়ো করে বিপদ ডেকে আনছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ সেলিম প্রধান। রবিবার (১৯ এপ্রিল)  সকালে উপজেলার বদরপুর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে ওই জনসমাগম দেখা যায়।

স্থানীয় সচেতন ব্যক্তিরা ওই ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন। এর প্রতিকার চেয়ে তারা উপজেলা প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেন। 

এব্যাপারে জানতে মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ সেলিম প্রধান এর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নি।

সূত্র সিএইচ নিউজ

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker