জাতীয়শিক্ষাঙ্গন
মনগড়া লগডাউন কতটুকু মানুষের উপকারে আসবে একটু ভেবে দেখবেন,এ এস আই দেলোয়ার শোভন

কিছু মানুষ নিজের মনগড়া বিবেকহীন হয়ে এবং অজ্ঞতাবশত বিভিন্ন রাস্তায় বেড়া এবং গাছ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে লগডাউন বুঝাচ্ছেন তা আপনি/ আপনারা কতটুকু যৌক্তিকবলে মনে করছেন। এতে জরুরী প্রয়োজনে চলাচলের সমস্যা সহ কোন রুগি এমনকি কোন গর্বভতি মহিলাকে হাসপাতাল পৌছাতে আপনাদের এই লোক দেখানো লগডাউন কতটুকু সমস্যা সৃষ্টি করবে তা কি ভেবে দেখছেন ? আপনাদের এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু চোর, ডাকাত তাদের সুযোগটা ঠিকি কাজে লাগাতে ব্যস্ত থাকবে।
পাশাপাশি প্রশাসনের লোকদের গমানগমন বন্ধ করে ভিতরে আড্ডা, দোকান খোলা রাখা, জুযা খেলার আসর বসানোর সম্ভাবনাও থাকবেে।
আপনাদের নিজেদের মনগড়া লগডাউন কতটুকু মানুষের উপকারে আসবে একটু ভেবে দেখবেন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।





