জাতীয়
নড়াইলে ইয়াবাসহ পুলিশের এসআই মানিক সাহা গ্রেপ্তার।

নড়াইলে ইয়াবাসহ পুলিশের এসআই মানিক সাহা গ্রেপ্তার।
নড়াইল সদর থানার সাবেক এসআই মানিক সাহাকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। তিনি বর্তমানে কুষ্টিয়া রেল পুলিশে কর্মরত। গতকাল শুক্রবার দিবাগত রাতে ইয়াবাসহ সদরের নাকশী এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃত এসআই মানিক চন্দ্র সাহা ফরিদপুরের ভাঙ্গা থানার মন্টু লাল সাহার পুত্র। তিনি বর্তমানে কুষ্টিয়া রেল পুলিশে কর্মরত।
নড়াইল সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নড়াইল সদর থানায় থাকাকালীন মাদক কারবারী ও সেবনে জড়িয়ে পড়েন এসআই মানিক। তার বিরুদ্ধে একাধিক মাদকের অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায় জড়িত থাকায় বাগেরহাট থেকে মার্চ মাসে কুষ্টিয়া রেলওয়ে পুলিশে বদলি করা হলেও সেখানে তিনি যোগদান করেননি। দীর্ঘদিন ধরেই তিনি নড়াইলে মাদকের কারবার করছিলেন বলে পুলিশের ধারণা। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদরের নাকশী এলাকায় তল্লাশি করে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সামগ্রী জব্দ
করে পুলিশ।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম জানান, এসআই মানিক নড়াইল থানায় থাকাকালীন মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত হয়ে পড়ে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করায় পুলিশের যে পর্যায়ের অফিসারই হোক না কেন মাদকের সাথে সংশ্লিষ্টদের কোনো ক্ষমা নাই।





