দেবিদ্বাররাজনীতিলাইফস্টাইল
সকল পরীক্ষায় মাথা উঁচু করা যুবরাজ আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।আবু কাউছার অনিক।

সকল পরীক্ষায় মাথা উঁচু করা যুবরাজ আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।আবু কাউছার অনিক।
৫ বছরে বানানো হয়নি সুবিশাল অট্রালিকা, কেনা হয়নি সুপার বিএমডব্লিউ গাড়ী, ব্যাংকে জমেনি স্মার্ট মানি, বাড়েনি এক খন্ড জমি, দখলে নেননি সরকারি সম্পত্তি। নগদ প্রাপ্তির খাতায় শুন্য রেখে দ্বায়িত্বের দ্বারপ্রান্তে আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।
গেয়েছেন জাতির জনকের আদর্শের জয়গান, বিশ্বাস রেখেছেন দেশরত্ন শেখ হাসিনার চেতনায়, ধারন করেছেন আওয়ামী মূল্যবোধ, বহন করেছেন সাংগঠনিক দ্বায়িত্ব, পালন করেছেন গঠনতান্ত্রিক কর্তব্য। রাজনৈতিক সততার দৃষ্টান্ত হয়ে সরকারের বর্তমান মেয়াদের শেষপ্রান্তে আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।
উন্নয়নের মহাসড়কে ধাবমান দেবিদ্বারে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য, আইন শৃঙ্খলা ব্যাবস্থা প্রশংসনীয়, অবকাঠামোগত উন্নয়নে নতুন আশার আলো, যোগাযোগ খাতে সন্তুষ্টি, আশা পুরনে কৃতজ্ঞ জনতা। গনমানুষের ভাগ্যোন্নয়নে বদ্ধ পরিকর আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।
ন্যায়বিচারে ইস্পাত কঠিন, ভালবাসায় কোমলতার প্রতিমা, অন্যায়ের প্রতি রুদ্রমূর্তি, সম্পর্ক পালনে অগ্রপথিক, আতিথেয়তায় আন্তরিক, বাচনভঙ্গিতে বন্ধুসুলভ। জনতার চোখের মনিতে প্রিয় মানুষ আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।
যত জরিপ, যত যাচাই, যত হিসাব, যত বাছাই, কত রিপোর্ট, কত সংবাদ, সত্যের জয়ধ্বনি, মিথ্যার প্রতিবাদ। সকল পরীক্ষায় মাথা উচু করা যুবরাজ আমাদের রাজি মোহাম্মদ ফখরুল ভাই।
ছাড়ুন দালালী, ছাড়ুন আপোষ, রাখুন হাতে হাত, ভুলে যান বিভাজন। মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহের পরশ নিয়ে ফিরে আসছেন আবারো আমাদের রাজি ভাই।
আবু কাউসার অনিক।
সভাপতি
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।





