চান্দিনাদেবিদ্বার

চান্দিনা বাগুর বাস স্টেশনে ৩ কেজি গাঁজাসহ ১ জন আটক।

চান্দিনা বাগুর বাস স্টেশনে ৩ কেজি গাঁজাসহ ১ জন আটক।

চান্দিনার সময়ঃ এম তুহিন। চান্দিনা অফিসার ইনচার্জ (ও,সি) মুহাম্মদ শামছুল ইসলাম এর নেতৃত্ত্বে এস,আই ডালিম কুমার মজুমদার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩  অক্টোবর  (বুধবার) চান্দিনা উপজলার   চান্দিনা বাগুর বাসষ্ট্র্যান্ড হতে  অাসামী  মোঃ অাশিক মিয়া(২২), পিতা- অাব্দুস সালাম কালা মিয়া, সাং- দক্ষিণ দত্তা খিরা, পুকুর পাড়,১৩ নং ওয়ার্ড, উপজেলা,  কোতয়ালি, কুমিল্লাকে ৩ কেজি গাঁজা সহ ১ জনকে অাটক করা হয়। এই ব্যাপারে মামলা রুজু করা হইয়াছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker