শিক্ষাঙ্গন
মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জিরু আইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন

আজ ২৮\১\২০২০\ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে,,পরিচ্ছন্ন গ্রাম- পরিচ্ছন্ন শহর,, কার্যক্রমের আওতায় সমগ্র উপজেলা ব্যাপী,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, চান্দিনা উপজেলা ৯নং মাইজখার ইউনিয়নের পরিষদের আওতায় মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জিরু আইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করেন।
সেখানে উপস্হিত ছিলেন মাইজখার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃজালাল হোসেন,এবং সন্মানিত সকল শিক্ষক শিক্ষিকাগন





