শিক্ষাঙ্গন

কুমিল্লার চান্দিনায় প্রায় পাঁচশ শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে।

কুমিল্লার চান্দিনায় প্রায় পাঁচশ শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে। এসবের বিরুদ্ধে শপথ নিয়েছে তারা। ২৫ জানুয়ারি, শনিবার দুপুরে উপজেলার জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছেসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধ সভা শেষে এই শপথ নেয় ওই শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মজুমদার, সংগঠনের উপদেষ্টা ও ধেরেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তরিকুল ইসলাম তারেক, সংগঠনের উপজেলা সভাপতি সৌরভ মাক্সুদ ও সদস্য মিনহাজ প্রমুখ।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা শাখার সাধারণ সম্পাদক ছাইফুল্লাহ মানছুর, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল, সদস্য কাজী রুবেল, হৃদয়, ফজলে রাব্বি, রাশেদ, সোহাগ, রাকিব, শাকিল, সাইদুল, প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker